যশোরে মাদক বিক্রির প্রতিবাদ করায় ছুরিকাঘাতসহ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা গ্রেফতার-২

বিশেষ  প্রতিনিধি
মাদক বেচাকেনার প্রতিবাদ করায় সংঘবদ্ধ মাদক বিক্রেতারা বস্তা ব্যবসায়ী ইমদাদুল হক পিকুল (৩০) কে গতিরোধ করে এলোপাতাড়ী মারপিট ও ছুরিকাঘাত করে নগদ ৭৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে চিহ্নিত ৭ জনকে। আসামীরা হচ্ছে, শহরের চাঁচড়া রায়পাড়া রাজ্জাক হুজুরের বাড়ির পাশে সোহান ও শাকিব হোসেন, চাঁচড়া রায়পাড়ার রতন হোসেন, সানি, ইমন হোসেন, অমেদ আলীর ছেলে মনিরুল ইসলাম ও বিল্লাল হোসেনের ছেলে মাহিম হোসেনসহ অজ্ঞাতনামা ৩/৪জন। বুধবার ২ ফেব্রুয়ারী দিবাগত গভীর রাতে মামলা করেন শহরের ষষ্টিতলা বিপি রোড ( বুনোপাড়া রোড) শহিদুল হক বাবুর ছেলে কামাল উদ্দীন। স্থানীয় লোকজন একজনকে গণপিটুনী  ও পুলিশ এক আসামীকে গ্রেফতার করেছে।
মামলায় বাদি বলেন তার ছোট ভাই ইমদাদুল হক পিকুল চালের বস্তার ব্যবসা করেন। ইমদাদুল হক পিকুল তার বাড়ীতেই বস্তা রেখে বিক্রয় করেন। আসামীরা মাদক ব্যবসা,জুয়া খেলাসহ বিভিন্ন সন্ত্রাসী মূলক কর্মকান্ড করে বেড়ায়। বাদির ভাই ইমদাদুল হক পিকুলসহ এলাকার লোকজন আসামীদের মাদক ব্যবসা ও এলাকায় জুয়া খেলতে নিষেধ করায় আসামীরা বাদির ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে মারপিট খুন জখম করার বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে। সোহানের নেতৃত্বে বাদির ভাইকে বিভিন্ন সময় প্রকাশ্যে জীবন নাশের হুমকী দিতে থাকে। গত ২৬ জানুয়ারী রাত ৮ টায় ইমদাদুল হক শিমুল বস্তা বিক্রয়ের ব্যবসায়ীক নগদ টাকা নিয়ে শহর থেকে বাড়িতে ফিরছিল। ষষ্টিতলা বিপি রোড ( বুনোপাড়া রোড) ছানমিয়ার বাড়ির সামনে পৌছালে পূর্ব শত্রুতার কারনে পূর্ব পরিকল্পিতভাবে আসামীরা হাতে দেশীয় অস্ত্র নিয়ে বাদির ভাইয়ের পথের রোধ করে। এ সময় তাকে এলোপাতাড়ী মারপিট পূর্বক ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ী আঘাত করে। এ সময় পকেটে থাকা নগদ  ৭৬ হাজার টাকা ,এটিএম বুথ কার্ড জোর পূর্বক কেড়ে নেয়। ইমদাদুল হক শিমুলের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আসামী মাহিমকে হাতে নাতে ধরে গণপিটুনী দেয়। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  এ সময় রক্তাক্ত জখম অবস্থায়  ইমদাদুল হক শিমুলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।  তার অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ দিকে পুলিশ সদর উপজেলার পতেঙ্গালী গ্রামের মৃত ছলেমান শেখ এর ছেলে এজাহার নামীয় আসামী রতন হোসেনকে বুধবার দিবাগত গভীর রাতে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করে।#