যশোর প্রতিনিধি
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন মারা গেছেন। নতুন করে ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জন আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্ত হার প্রায় ৩৯ শতাংশে দাঁড়িয়েছে।
সিভিল সার্জন অফিস ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তথ্য মতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছে দুজন। হাসপাতালে ভর্তি আছে ১৫ জন। আইসোলেশনে ১৪১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে সদর উপজেলায় ৮৫ জন, অভয়নগরে দুজন, চৌগাছায় চার জন, ঝিকরগাছায় আট জন, মণিরামপুরে আট জন, শার্শায় চার জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে যশোরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২০৬ জন। সুস্থ হযেছেন ২১ হাজার ৬৩৩ জন। মত্যুবরণ করেছেন ৫২৪ জন। হাসপাতালে ১৯ জন ভর্তি এবং আইসোলেশনে ১৪১০ জন চিকিৎসাধীন রয়েছেন।