যশোর প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা ও ক্যাম্পের পুলিশ আলাদা অভিযান চালিয়ে ইয়াবা,গাঁজা বেচাকেনার অভিযোগে ৫জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের দখল হতে ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা চারটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের বেজপাড়া চোপদারপাড়ার বাকার ছেলে আবুল কাশেম অপু, বেজপাড়া আনছার ক্যাম্পের উত্তর পাশে মৃত ইউসুফ আলীর ছেলে রবিউল,সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজান নগর গ্রামের মৃত হামিদ গাজীর ছেলে আব্দুস সবুর গাজী, যশোর সদর উপজেলার কচুয়া ঘাটকান্দা গামের সাহেব আলীর ছেলে আমিনুর রহমান ও একই এলাকার রবিউল ইসলামের ছেলে নয়ন মোল্যা।
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, সোমবার বিকেলে কচুয়া ঘাটকান্দা গ্রামের সাহেব আলীর ছেলে আমিনুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে আমিনুর রহমান ও নয়ন মোল্যাকে ২০পিস ইয়াবা, কোতয়ালি মডেল থানা পুলিশ সোমবার রাত সাড়ে ৮ টার পর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের সামনে থেকে আব্দুস সবুর গাজীকে ১৫০ গ্রাম গাঁজা, কোতয়ালি মডেল থানার এক এসআই সোমবার দিবাগত গভীর রাত ১২ টার পর বেজপাড়া চোপদার পাড়া আনসার ক্যাম্পের উত্তর পাশের্^ রবিউল ইসলামকে ২৩পিস ইয়াবা ও সোমবার সন্ধ্যায় বেজপাড়া তালতলা মোড় চোপদারপাড়া জগলুর বাড়ির সামনে থেকে আবুল কাশেম অপুকে ৩১পিস ইয়াবাসহ গ্রেফতার করে কোতয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার ১ ফেব্রুয়ারী দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।