যশোর প্রতিনিধি
জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে পাতা কুড়াতে বাধা প্রদান ও গালিগালাজের প্রতিবাদ করায় এক গৃহবধূকে মারপিট পূর্বক পরনের কাপড় চোপড় টানা হেচড়া এবং ৮ আনা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে ৩জনকে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত এলাহী বক্স মোল্যার ছেলে আব্দুল লতিফ মোল্যা, আব্দুল লতিফ মোল্যার ছেলে রমজান আলী ও শিমুল।
সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল সাত্তার মোল্যার স্ত্রী মোছাঃ বেদেনা বেগম বাদি হয়ে শনিবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দেন। মামলায় তিনি বলেন, আসামীরা বাদি ও তার পরিবারকে বাড়ি হতে উচ্ছেদ করার জন্য একাধিক মামলা মোকদ্দমা করে হয়রানী করে আসছে। জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন যাবত আসামীরা বাদিসহ তার পরিবারের লোকজনদেরকে মারপিট খুন জখমের হুমকী দিয়ে আসছিল। গত ২৬ জানুয়ারী বেলা ১২ টায় সদর উপজেলার চাঁদপাড়া গ্রামস্থ বাদির বসত বাড়ীর পিছনে বাদির জমিতে পাতা কুড়ানোর সময়ে আসামীরা লোহার রড,বাঁশের লাঠিসহ বাদির জমিতে অনধিকার প্রবেশ করে পাতা কুড়াতে বাধা নিষেধ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাদি গালিগালাজ করতে বাঁধ নিষেধ করলে আব্দুল লতিফ মোল্যা বাদিকে মারপিট করে পরিধেয় কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। এ সময় বাদির গলায় থাকা ৮ আনা স্বর্ণের চেইন রমজান আলী ছিনিয়ে নেয়। শিমুল বাদির চুলের মুঠো ধরে মাটিতে ফেলে সকল আসামীরা মারপিট করে। বাদির ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা হুমকী দিয়ে স্থান ত্যাগ করে। বাদি অসুস্থ্যতা অবস্থায় তার স্বামী আব্দুল সাত্তার এর সহায়তায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে।