যশোরে র‌্যাবের অভিযানে অস্ত্র গুলি ও সাতটি বোমাসহ গ্রেফতার-১

যশোর প্রতিনিধি
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা গত দুই দিনে যশোর সদর উপজেলার তালবাড়ীয়া গ্রামে,মণিরামপুর উপজেলার ভবানীপুরস্থ ঢাকুরিয়া ইউনিয়নে ও শার্শা উপজেলার মাঠলা বিলের মধ্যে থেকে সাতটি বোমাসহ  আক্তার হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে। এ সময় একটি এয়ারগান ও একটি একনলা বন্দুক ও ৮টি বন্দুকের কার্তুজ উদ্ধার করেছে। গ্রেফতারকৃত আক্তার হোসেন যশোর সদর উপজেলার তালবাড়ীয় গ্রামের সিদ্দিক বিশ^াসের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলঅ হয়েছে।
র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে,শুক্রবার ২৮ জানুয়ারী ভোর রাত ৫ টার পর র‌্যঅবের একটি চৌকসদল সদর উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তালবাড়ীয়া গ্রামের জনৈক ফিরোজ এর বাড়ির সামনে অভিযান চালিয়ে আক্তার হোসেনকে গ্রেফতার করে। এ সময় সেখানে থাকা একই গ্রামের মৃত বারেক আলী চাকরাদারের ছেলে আসমত আলী চাকলাদারসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ২/৩জ কৌশলে পালিয়ে  যায়।  গ্রেফতারকৃত আক্তার হোসেনের দেখানো মতে ৭টি বোমার সাদৃশ ককটেল উদ্ধার করে। পরে আক্তার হোসেনকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দেন। পুলিশ গ্রেফতারকৃত আক্তার হোসেনকে বিকেলে আদালতে সোর্পদ করে। অপরদিকে,র‌্যাবের একটি চৌকসদল বৃহস্পতিবার বিকেল ৪ টায় যশোরের মণিরামপুর উপজেলার ভবানীপুর সাকিনস্থ ঢাকুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জনৈক আলতাফ হোসেনের ধানী জমির দক্ষিণ পাশে মাটির রাস্তার ঢালে থাকা পরিত্যক্ত একটি পুরাতন এয়ারগান উদ্ধার করে।এয়ারগান মণিরামপুর থানায় জিডি মুলে জমা দিয়েছে র‌্যাবের টিম। এছাড়া, র‌্যাবের অপর একটি চৌকসদল বৃহস্পতিবার ২৭ জানুয়ারী বিকেল  সোয়া ৫ টার পর যশোর জেলার শার্শা উপজেলার মাঠলা বিলের মধ্যে পাকা রাস্তায় ব্রীজের উপর পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন ১২ বোর একনলা বন্দুক ও ৮ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধঅর করে। উদ্ধারকৃত বন্দুক ও গুলি শার্শা থানায় জিডি মুলে জমা দিয়েছে।#