যশোরে থানা ও ক্যাম্পের পুলিশের  হাতে ইয়াবা গাঁজাসহ গ্রেফতার-৩

যশোর প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা,উপশহর ও সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিযে ইয়াবা,গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের রায়পাড়া তুলোতলার মৃত গাজী আক্তার হোসেনের স্ত্রী মোছাঃ শাহানাজ,সদর উপজেলার তীরেরহাট বর্তমানে সদর উপজেলার সাতমাইল গ্রামের মৃত সবদুল্লাহ মিয়ার ছেলে নূরুল আমিন ও সদর উপজেলার শেখহাটি খাঁপাড়া বাঁশতলার ইমরান সিকদারের ছেলে চাঁন সিকদার। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে আলাদা তিনটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
উপশহর পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, মঙ্গলবার ২৫ জানুয়ারী সন্ধ্যায় সদর উপজেলার জামরুল তলা তারা মসজিদ গলির মুনজিলের চা দোকানের সামনে থেকে চাঁন সিকদাকে গ্রেফতার করে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা। এ সময় তার দখল হতে ২৯ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৭৯০ টাকা উদ্ধার করে। অপরদিকে,সাজিয়ালী পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, ক্যাম্পের একটি দল মঙ্গলবার ২৫ জানুয়ারী রাত সাড়ে ৮ টায় বারীনগর বাজারস্থ আব্দুলবারী বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় রোড এসএম এন্টারপ্রাইজ এর সামনে থেকে নুরুল আমিনকে আড়াইশ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এছাড়া, কোতয়ালি মডেল থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইয়েলো (পুরুষ) জোনের সামনে থেকে মোছাঃ শাহনাজকে গ্রেফতার করে। এ সময় তার দখলে থাকা ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করে। যে গাঁজা বেচাকেনার জন্য তিনি সেখানে অবস্থান করছিল বলে পুলিশ জানিয়েছেন।#