যশোরে ফেনসিডিল গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

যশোর প্রতিনিধি
যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩০১ বোতল ফেনসিডিল, ৫২৫ গ্রাম গাঁজা ও ৮৫ হাজার টাকাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার (২৩ জানুয়ারি) যশোরের ডিবির একটি চৌকস টিম রাত ২টা ১০ মিনিটে বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা চালায়।
অভিযানে করিয়া বেনাপোল পোর্ট থানাধীন দক্ষিণ বারোপোতা সাকিনস্থ পাপড়াতলা চার রাস্তার মোড় থেকে চিহ্নিত মাদক কারবারি আলম হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়।
তিনি যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বাসিন্দা।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে ২৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত মাদকের মূল্য ৫ লাখ টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।
এদিকে গতকাল রোববার রাত ৯টা ২৫ মিনিটে যশোরের ডিবির একটি চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান চালিয়েছে। অভিযানে শার্শা থানাধীন গোপীনাথপুর সাকিনস্থ কাশিপুর বাজার টু পাকশিয়া বাজারগামী রোডে বটতলা নামক স্থান থেকে চিহ্নিত মাদক কারবারি আব্দুল অহেদ (৫২) ও স্বপন হোসেনকে (৩৩) গ্রেপ্তার করা হয়।
তাঁরা দুজনই যশোরের শার্শা থানার গোপীনাথপুর বটতলা গ্রামের বাসিন্দা।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তার সময় মাদক কারবারিদের কাছ থেকে ৫১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। সেগুলোর মূল্য ১ লাখ ২ হাজার টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।
এ ছাড়া গতকাল রোববার বিকেল ৫টা ২০ মিনিটে যশোরের ডিবির আরও একটি দল কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়েছে।
অভিযানে কোতোয়ালি মডেল থানাধীন চাচঁড়া ডালমিল সাকিনস্থ যশোর শহর থেকে চাচঁড়াগামী রাজা বরদাকান্ত রাস্তার চোরমারা দিঘীর দক্ষিণ পাশ থেকে চিহ্নিত মাদক কারবারি চিত্ত রঞ্জন বিশ্বাসকে (৬০) গ্রেপ্তার করা হয়।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি যশোরের কোতোয়ালি থানার রুপদিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৫২৫ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৮৫ হাজার টাকা জব্দ করা হয়।
ডিবি আরও জানিয়েছে, জব্দকৃত মাদকের মূল্য ১৫ হাজার টাকা। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।