যশোর প্রতিনিধি
দূর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় বেনাপোল পোর্ট থানার পুলিশের সাবেক এসআই সাইফুদ্দৌলা দির্ঘদিন পলাতক থাকার পর ২৮ নভেম্বর রোববার আদালতে আত্মসমর্পণ করেছেন। এদিন যশোরের স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন জানালে বিচারক মোহাম্মদ শামসুল হক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাইফুদ্দৌলা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর হোসেনাবাদ গ্রামের শরিয়ত উল্লার ছেলে। ৯৩ লাখ ৪৫ হাজার ৪শ’ ৯ টাকা জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ গড়ার অভিযোগে দায়ের করা এ মামলায় তার স্ত্রী লাভলী ইয়াসমিনকেও আসামি করা হয়। তিনি এখন জামিনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দুদকের পিপি অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব।
তিনি জানান, ২০১৮ সালের ২৪ জুলাই পুলিশের সাবেক এ কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্মিলিত জেলা কার্যালয় যশোর সার্কেলের সহকারী পরিচালক শহীদুল ইসলাম বাদী মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, সাইফুদ্দৌল্লার স্ত্রীর ২৯ লাখ ৭৬ হাজার টাকার স্থাবর ও ৪৫ লাখ টাকা অস্থাবর মোট ৭৪ লাখ ৭৪ হাজার টাকার সম্পত্তি রয়েছে । যার মধ্যে ৩৫ লাখ টাকার বৈধতা পেলেও ৩৯ লাখ ৩৪ হাজার টাকার অবৈধ সম্পদ রয়েছে। পরে মামলাটির তদন্ত উঠে আসে ১৯৯৭ সালের ৩ জানুয়ারি থেকে ২০১৪ সালের ৯ মার্চ পর্যন্ত আসামিরা ৯৩ লাখ ৪৫ হাজার ৪শ’৯ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। যার মধ্যে ৪০ লাখ ৮১ হাজার চারশো টাকার সম্পদ গোপন করেছেন। চার্জশিটে আরও উল্লেখ করা হয়, তারা পরস্পর যোগসাজসে
সাইফুদ্দৌলা অবৈধ উপার্জন করেছেন অন্যদিকে স্ত্রীর নামে আয়কর নথি খুলে বৈধতার চেষ্টা করেছে। চার্জশিট দাখিলের পর এ মামলা বিচারের জন্য স্পেশাল জজ আদালতে প্রেরন করা হয়। এ মামলায় স্ত্রী জামিনে থাকলেও সাইফুদ্দৌলা পলাতক ছিলেন। সর্বশেষ রোববার তিনি আদালতে আত্মসমর্পণ করেন।