ঝিকরগাছা প্রতিনিধি: আসমা খাতুন। এক প্রতিবাদী নারীর প্রতিচ্ছবি। অন্যায় দেখলেই ঝাঁপিয়ে পড়েন সেখানে। ছোটবেলা থেকেই তিনি লড়ে যাচ্ছেন সমাজের কুসংষ্কার, বাল্যবিবাহ, সন্ত্রাস, মাদকসহ নানা অন্যায় অপরাধের বিরুদ্ধে। এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবার ভোটে নেমে পড়েছেন তিনি।
যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বর পদে সূর্যমুখী ফুল মার্কায় তিনি লড়ছেন। তার বাড়ি ছুটিপুর গ্রামে। পিতার নাম ইসলাম আলী।
আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এনির্বাচনে তিনি জয়ী হলে সমাজের ভাল কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
আসমা খাতুন জানান, ভাল কাজ করতে হলে একটি প্লাটফর্ম দরকার। কারণ একার পক্ষে কোন বৃহৎ কাজ করা সম্ভব নয়। তাই ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বর পদে জয়ী হতে পারলে ওইসব কাজ করা সম্ভব। তিনি দলমত নির্বিশেষে সবার ভোট প্রত্যাশা করেছেন।