বিশেষ প্রতিনিধি: এক যুবতীকে উত্যক্ত করার এক পর্যায় ধর্ষনের চেষ্টার অভিযোগে কোতয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। স্থানীয় জনগণ লম্পট রুবেল রানা (২৮)কে ধরে পুলিশে সোপর্দ করেছে। সে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামের রবিউল ইসলাম ওরফে গিরে এর ছেলে।
যুবতীর বাবা বাদি হয়ে সোমবার রাত পৌনে ১২ টায় কোতয়ালি মডেল থানায় উক্ত লম্পট যুবকের বিরুদ্ধে মামলা দেন। মামলায় তিনি উল্লেখ করেন,তার মেয়ে (২০) মেডিকেল টেকনোলজি,ফরিদপুর এ মেডিকেল এ্যাসিসটেন্ট হিসেবে অধ্যায়নরত আছে। রুবেল রানা বাদির মেয়েকে পূর্ব থেকেই বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছে। দূর্গা পূজার ছুটিতে বাদির মেয়ে সোমবার বিকেল সাড়ে ৫ টায় বাড়িতে আসে। ওই দিবাগত রাত ৮ টায় বাদির বাড়ির পূর্ব পাশে টয়লেটে যায়। টয়লেট শেষে দরজা খুলতেই উক্ত রুবেল রানা বাদির মেয়েকে ধর্ষন করার উদ্দেশ্যে টয়লেটের মধ্যে জাপটে ধরে স্পর্শ কাতর স্থানে হাত দেয়। এক পর্যায় জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। যুবতী ডাক চিৎকার দিলে বাদির স্ত্রী ও মেঝো ভাই,কাকাতো ভাইসহ প্রতিবেশী আরো লোকজন এগিয়ে আসে। থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রুবেল রানাকে হেফাজতে গ্রহন করে। মঙ্গলবার সকালে রুবেল রানাকে আদালতে সোপর্দ করে। বাদির মেয়েকে আদালতে উপস্থাপন করলে সে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খান মাইদুল ইসলাম রাজিব জানিয়েছেন।#