বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৭ লক্ষ টাকার শাড়ী, থ্রি-পিস, চকলেট ও কসমেটিক্স জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন ভবনের পিছন থেকে এ মালামাল জব্দ করাও হয়।
তবে এসময় কাউকে আটক করতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ।বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন-কমিশনার আব্দুল রশিদ মিয়া জানান, গোপন খবর আসে, অসাধু ল্যাগেজ ব্যবসায়ীরা পাসপোর্ট যাত্রীর মাধ্যমে ভারত থেকে বিপুল পরিমাণ পণ্য এনে বেনাপোল ইমিগ্রেশন ভবনের পিছনে অবস্থান করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমান শাড়ী, থ্রি-পিস, কসমেটিক্স ও চকলেট জব্দ করা হয়। আটককৃত পণ্যের সিজার মূল্য আনুমানিক ৭ লক্ষ টাকা বলে জানান রশিদ মিয়া।