যশোর প্রতিনিধি
বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারের পাশে জিরাট এলাকায় কামরুজ্জামান (১৮) নামে এক যুবক ছুরিকাহত হয়েছে। সেই সময় তার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে মানিক নামে আরেক যুবকের বিরুদ্ধে৷
আহত কামরুজ্জামান জিরাট গ্রামের রুহুল আমিনের ছেলে আর মানিক একই এলাকার মতলেব হোসেনের ছেলে।
কামরুজ্জামান অভিযোগ করে বলে, ‘সকালে বাড়ি থেকে ২০ হাজার টাকা নিয়ে যশোর শহরে আসছিলাম। জিরাট গ্রামের পাকা রাস্তার ওপর মানিক আমার কপাল ও কানে ছুরি মেরে পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা কেড়ে নেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার আহম্মেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার তন্ময় বিশ্বাসের উদ্ধৃতি দিয়ে বলেন, কামরুজ্জামান এখন শঙ্কামুক্ত।
জানতে চাইলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি ) মো. তাজুল ইসলাম বলেন, ‘কামরুজ্জামানদের সাথে মানিকদের জায়গা-জমি নিয়ে বিরোধ আছে শুনছি।
কামরুজ্জামান অভিযোগ করে বলে, ‘সকালে বাড়ি থেকে ২০ হাজার টাকা নিয়ে যশোর শহরে আসছিলাম। জিরাট গ্রামের পাকা রাস্তার ওপর মানিক আমার কপাল ও কানে ছুরি মেরে পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা কেড়ে নেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার আহম্মেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার তন্ময় বিশ্বাসের উদ্ধৃতি দিয়ে বলেন, কামরুজ্জামান এখন শঙ্কামুক্ত।
জানতে চাইলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি ) মো. তাজুল ইসলাম বলেন, ‘কামরুজ্জামানদের সাথে মানিকদের জায়গা-জমি নিয়ে বিরোধ আছে শুনছি।