যশোর প্রতিনিদি
যশোরে এক গৃহবধূকে ধর্ষণ ও সেই দৃশ্যের ভিডিও ধারণ করে দীর্ঘদিন তাকে ভোগ করার অভিযোগে রিয়াজ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রিয়াজ যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামের বাসিন্দা। পেশায় ছিলেন রাজমিস্ত্রী। ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, ‘দোগাছিয়া বাজারে আমাদের একটি চায়ের দোকান আছে। আমার স্বামী একটি মামলায় জেলহাজতে ছিলো। সেই সময় রিয়াজ প্রতি সন্ধ্যায় দোকানে চা খেতে আসতো। মাস চারেক আগে একদিন রাতে রিয়াজ আমাকে কৌশলে ধর্ষণ করে। সেই দৃশ্য সে মোবাইল ফোনে ভিডিও করে রাখে। এর পরে আমাকে সেই ভিডিও দেখিয়ে ‘ইন্টারনেটে ছেড়ে দেবে’ এবং ‘এলাকার সবাইকে দেখাবে’ বলে হুমকি দিতো। এই ভয় দেখিয়ে সে প্রায়ই আমাকে ভোগ করতো। বিষয়টি জেনে যাওয়ায় স্বামীও এখন আমাকে গ্রহণ করছে না। উপায় না পেয়ে আমি ঘটনাটি পুলিশকে জানাই।’ সাজিয়ালী পুলিশ ক্যাম্পের আইসি উপ-পরিদর্শক( এসআই) শুকুমার কুণ্ডু বলেন, এঘটনায় কোতয়ালী থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা (নম্বর ৩৩/০৬.১০.২১) হয়েছে। রিয়াজ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে এবং ভিকটিমকে যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল করার জন্য পাঠানো হচ্ছে।
হাসপাতালের আর এম ও ডাক্তার আরিফ আহম্মেদ বলেন ওই নারীর পরীক্ষার জন্য সব কার্যক্রম করা হয়েছে৷ রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে৷