বেনাপোল প্রতিনিধি বেনাপোল বন্দর এলাকার রপ্তানি মুখী পন্যবাহী ট্রাক সিরিয়ালে দাঁড়িয়ে থাকাবস্থায় গাড়ির ভিতরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন গাড়ি চালক কাজল হোসেন (৫২)।
রোববার (৩ অক্টোবর) সকালে বেনাপোল দিঘীরপাড় শাহাজালাল তেল পাম্পের সামনে রপ্তানি পণ্য বোঝায় ট্রাকের ভিতর স্ট্রোক করে তিনি মারা যায়। ট্রাকচালক কাজল হোসেন বরিশালের ঝালকাটি এলাকার মৃত হোসেন আলীর ছেলে।
ট্রাকচালকরা বলেন, ভারতীয় পণ্য নিয়ে আমরা ঢাকা থেকে বেনাপোলে এসেছি। সে নিজে পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রেখে রাতে ঘুমায়। আজ সকালে গাড়ীর ভিতরে ঘুমান্ত অবস্থায় সে মারা যায়। আমরা তার পরিবারের কাছে ফোন দিয়ে ঘটনাটি জানিয়েছে। অ্যাম্বুলেন্সের মাধ্যমে লাশটি তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি।
বেনাপোল পোর্ট থানার সাব ইন্সপেক্টর (এস আই) মোস্তাফিজুর রহমান জানান, শুনেছি স্টক করে একজন ড্রাইভার মারা গেছে। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।