বাঘারপাড়ার মোটরসাইকে চুরি মামলায়  সোহানুরের একদিনের রিমান্ড মঞ্জুর

যশোর প্রতিনিধি: 
যশোরের বাঘারপাড়ার একটি মোটরসাইকের চুরি মামলায় এক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোহানুর ইসলাম চুয়াডাঙ্গার সদরের কাউন্সিলপাড়ার মৃত মনির হোসেনের ছেলে। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম আসমির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, বাঘারপাড়ার শেখেরবাতান গ্রামের মেহেদী হাসান গত ১৬ আগস্ট ইন্দ্রা গ্রামের কয়েরবটতলায় তার অ্যাপাচি মোটরসাইকেল রেখে পাশের ইকো পার্কে যান। রাত পোনে ৮ দিকে ফিরে দেখেন তার মোটরসাইকেল নেই। অনেক খোঁজাখুজি করে উদ্ধারে ব্যর্থ হয়ে গত ১৪ সেপ্টেম্বর বাঘারপাড়া থাানায় মামলা করেন। পুলিশ চুরির সাথে জড়িত সন্দেহে সোহানুরসহ চারজনকে আটক করে। আটক চারজনের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে মামলার তনদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) শাহিনুর রহমান। গতকাল মঙ্গলবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে সোহানুর ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।