যশোরে আলাদা অভিযানে ফেনসিডিল ইয়াবা গাঁজা উদ্ধার গ্রেফতার-৭

যশোর প্রতিনিধি
পুলিশ র‌্যাব ও মাদকদ্রব্য বিভাগের কর্মকর্তা এবং সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ফেনসিডিল,ইয়াবা,গাঁজা উদ্ধার করেছে। এসময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মান্দারতলা গ্রামের আইজুদ্দীন শেখ এর ছেলে সোহাগ, একই গ্রামের আলী আকবর মৃধার ছেলে রবিউল ইসলাম,শার্শা উপজেলার কশিপুর পশ্চিমপাড়া গ্রামের সুলতান মন্ডলের ছেলে আতিয়ার মন্ডল,যশোর শহরের সিটি কলেজপাড়া বৌবাজার (লতা হিজড়ার বাড়ির ভাড়াটিয়া) মৃত ওয়াসিম উদ্দিন মিয়ার ছেলে ইনছান মিয়া,সদর উপজেলার ভায়না গ্রামের ইয়ারুলের ছেলে সাব্বির,সদর উপজেলার কিফায়েত নগর গ্রামের বর্তমানে সদর উপজেলার তপসীডাঙ্গা পশ্চিম পাড়ার ইকবাল হোসেনের ছেলে জসিম উদ্দিন ও সদর উপজেলার সিরাজসিংগা ঋষিপাড়ার মৃত গৌরপদ দাসের ছেলে যুবরাজ দাস।
চাঁচড়া ফাঁড়ি পুলিশ শনিবার রাত ৮ টার পর চাঁচড়া টু সাড়াপোল সড়কের কালাবাগ নামকস্থানে অভিযান চালিয়ে যুবরাজ দাসকে ১০পিস ইয়াবা,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় খা সার্কেলের সদস্যরা শনিবার বিকেলে তপসীডাঙ্গা পশ্চিম পাড়ার জসিম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেলের সদস্যরা একই দিন দুপুর ২ টায় সদর উপজেলার চাউলিয়া পশ্চিম পাড়াস্থ আব্দুল হামিদের ছেলে লিটন হোসেনের বাড়িতে অভিযান চালায়। লিটন পালিয়ে গেলেও তার ঘর হতে ১০৫পিস ইয়াবা ট্যাবলেট,কোতয়ালি মডেল থানা পুলিশ শনিবার বিকেলে শহরের মণিহার সিনেমা হলের পূর্ব পাশে^ কোকো আবাসিক হোটেলের সামনে থেকে সাব্বিরকে ১০পিস ইয়াবা,সদর পুলিশ ফাঁড়ীর সদস্যরা একই দিন বিকেলে শহরের বেজপাড়া মেইন রোড থেকে ইনছান মিয়াকে ১শ’ গ্রাম গাঁজা,র‌্যাব-৬ খুলনা লবনচরা ষ্পেশাল কোম্পানীর একটি টিম বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টায় নতুনহাট বাজার সংলগ্ন ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের সামনে থেকে আতিয়ার মন্ডলকে ৯৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এসময় তার সহযোগী শার্শা উপজেলার কাশিপুর পশ্চিম পাড়ার রফির ছেলে জাহাঙ্গীর পালিয়ে যায়। চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা শনিবার ২৫ সেপ্টেম্বর সন্ধ্যারাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বিসিক শিল্প নগরীর ৪নং গলি থেকে সোহাগ ও রবিউল ইসলামকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে