যশোর প্রতিনিধি: যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি ও কোতয়ালি মডেল থানা পুলিশ আলাদা অভিযান চালিয়ে এক কেজি একশ’ পনের গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় গাঁজা নিজ দখলে রাখার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে। গাঁজা বহনকালে একটি মোটর সাইকেল জব্দ করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার মুড়লী খাঁ পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে সিরাজুল ইসলাম, মুড়লী মহাসিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মৃত রাজ্জাকের ছেলে আরব আলী,সদর উপজেলার সুজল পুর ১নং পাড়ার বর্তমানে যশোর সদরের কিসমত নওয়াপাড়া রজনী গন্ধ্যা তেল পাম্পের সামনে জনৈক নুর মোহাম্মদের বাড়ির বাড়াটিয়া নুর ইসলাম গাজীর ছেলে লিটন গাজী ও সদর উপজেলা ধর্মতলা মোড়ের মনজুরুল আলমের ছেলে মনিরুল ইসলাম রানা। এ ব্যাপারে কোতয়লি মডেল থানায় মাদক আইনে দু’টি মামলা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানাগেছে, মঙ্গলবার ১ জুন বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে ডিবি’র একজন এসআইসহ একদল পুলিশ মুড়লী মোড়স্থ নড়াইল মিষ্টান্ন ভান্ডারের সামনে একটি মোটর স্ইাকেল গতিরোধ করে। উক্ত মোটর সাইকেলে থাকা সিরাজুল,আরব আলী ও লিটন গাজীকে গ্রেফতার করে। পরে তাদের দখলে থাকা ১ কেজি ওজনের গাঁজা উদ্ধার করে। অপরদিকে,কোতয়ালি মডেল থানার একজন এএসআই গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে শহরতলী পালবাড়ী ভাস্কর্যের মোড় এলাকা থেকে মনিরুল ইসলাম রানাকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ১শ’ ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মামলা করেন। বুধবার ২ জুন গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেন।