(৭ম শতকের পাল আমলের) নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে র্যাবের একটি দল প্রায় ৫কোটি টাকা মূল্যের শিব লিঙ্গের গৌরি পাথর উদ্ধার করেছে । জানা গেছে, উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের ধন মোহাম্মদের খলিয়ানে প্রাচীর নির্মানের জন্য খলিয়ান ভিত খুঁড়তে গেলে শ্রমিকরা পাথরটি দেখতে পান। খবরটি জানতে পেরে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দলের কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে বুধবার বিকেলে মূল্যবান ওই পাথরটি র্যাবের আভিযানিক টিম উদ্ধার করে। জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, ৭ম শতকের পাল আমলের প্রত্নতত্বাত্ত্বিক নিদর্শন ১শত ৩কেজি শিব লিঙ্গের গৌরি নামক কষ্টি পাথরটির আনুমানিক মূল্য ৫কোটি টাকার অধিক। আইনী প্রক্রিয়া শেষে প্রত্নতত্ব বিভাগের আওতায় পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরে এই পাথরটি জমা দেয়া হবে বলে র্যাব জানায়।