যশোর অফিস
যশোরে ডিবির পৃথক অভিযানে পাঁচ মাদককারবারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিযে তাদেরকে আটক করা হয়। ডিবি জানায়, যশোর চাঁচড়া গাজীর দরগা ফিলিং স্টেশনের সামনে থেকে এসআই নিতাই চন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম খুলনার দাকোপ উপজেলার চালনা গ্রামের মৃত অরুণ সাহার ছেলে (নওমুসলিম) রাহুল সাহা ওরফে আব্দুল্লাহ শেখ, বাগেরহাটের গোবারিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে আরিফ ও খুলনা দৌলতপুরের দেওয়ানা দক্ষিণ পাড়ার ইব্রাহিম শেখের মেয়ে কবিতা ওরফে দৃষ্টিকে ৭০পিছ ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।
অপর দিকে, আরেকটি টিম এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে মাগুরা সড়কের হামিদপুর থেকেআরও দুইজনকে আটক করে। তারা হলেন, মনোহরপুর মধ্যপাড়ার মৃত গফুর শেখের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম ও যশোর সদরের শেখাহাটি মধ্য পাড়ার আ: রশিদ মুন্সীর ছেলে সেলিম হোসেন । এসময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।#