যশোরে দিন দুপুরে আওয়ামী লীগ নেতা কর্মীদের ঝটিকা মিছিল

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

যশোর প্রতিনিধি
সোমবার দুপুরে যশোর শহরের আওয়ামী লীগের নেতা কর্মীরা ঝটিকা মিছিল করেছে। শহরের আইনজীবী সমিতির এক নম্বর ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে দড়াটানায় যেয়ে শেষ হয়।
জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবুর নেতৃত্বে মিছিলটিতে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শেখ আাতিকুর বাবু জানিয়েছেন, সারাদেশে হত্যা-ক্যু, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গায়েবী মামলা দেয়া ছাড়াও সন্ত্রাস নৈরাজ্য চালানো এবং ‘৭২ এর সংবিধান নিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।