যশোরে মা ছেলেসহ তিনজন আহত লুটের ঘটনায় মামলা আটক -১

যশোর প্রতিনিধি
পূর্ব শত্রুতার কারনে প্রকাশ্যে সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের এক বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ক্ষয়ক্ষতি হুমকীসহ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকর লুটের অভিযোগে নারীসহ ৬ জনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। শনিবার ১১ ফেব্রুয়ারী দিবাগত গভীর রাতে মামলাটি করেন,সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের শফিকুল ইসলাম বাবুলের স্ত্রী মোছাঃ আসমা ইসলাম। মামলায় আসামী করেন, একই গ্রামের সৈয়দ আলীর ছেলে শুভ, মৃত মকবুল হোসেনের ছেলে ফরিদ,সৈয়দ আলীর ছেলে সোহান,সৈয়দ আলী, সৈয়দ আলীর স্ত্রী মোসাঃ রেনু বেগম ও শরীফের স্ত্রী লাকী বেগমসহ অজ্ঞাতনামা ৩/৪জন। পুলিশ এঘটনায় মামলার আসামী নূর মোহাম্মদ ওরফে শুভকে গ্রেফতার করে রোববার ১২ ফেব্রুয়ারী আদালতে সোপর্দ করে।
মামলায় বাদি উল্লেখ করেন,আসামীদের বাড়ি বাদির বাড়ির পাশাপাশি। শুভ ও ফরিদ এলাকায় বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন ও বিক্রয়সহ এলাকায় বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকান্ড করে বেড়ায় এবং অন্যান্য আসামীরা উৎশৃঙখল প্রকৃতির।আসামীরা দীর্ঘদিন শক্রতার জের ধরে বাদিকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারপিট,খুন জখমের হুমকী দিয়ে আসছিল। গত ১১ ফেব্রুয়ারী শনিবার সকাল ৮ টায় বাদির ছেলে আজাদ ইসলাম সে বাড়ির পাশের্^ রফিকুলের চায়ের দোকানে  চা পান করার সময় শুভ ও ফরিদ বাদির ছেলেকে ও ছেলের বউয়ের বোন ফাতেমাকে অপহরণ করাকে কেন্দ্র করে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন বাদির ছেলে প্রতিবাদ করলে উল্লেখিত সন্ত্রাসীরা একত্রিত হয়ে হাতে লোহার রড.বাশের লাঠি ও সাইজ কাঠসহ বাদির বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে বাদির পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে তখন বাদি ও তার ছেলে আজাদ প্রতিবাদ করলে আসামীরা বাঁশে লাঠি ও সাইজ কাঠ দিয়ে বাদি ও তার ছেলেকে এলোপাতাড়ীবাবে মারপিট করে আহত করে। তখন বাদি ও তার ছেলের ডাক চিৎকারে বাদির ছোট ছেলে আকাশ ইসলাম (২৪) ও পুত্র বধু সুরাইয়া ইসলাম (২২) ঠেকাতে গেলে আসামীরা তাদেরকে মারপিট করে আহত করে। শুভ ও ফরিদ বাদির গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও ডান কানে থাকা একটি স্বর্ণের কানের দুলসহ ৯ আনা স্বর্ণালংকর কেড়ে নেয়। শুভ ও ফরিদ বাদির ডাইনিং রুমে ঢুকে আসবাদপত্র ভাংচুর করে ২০ হাজার ক্ষতি সাধণ করে। তখন বাদির ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা প্রকাশ্যে বাদির পরিবারকে খুন জখমের হুমকী দিয়েদ্রুত চলে যায়। বাদি ও তার দুই ছেলে আহত হলে স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহন করে। আসামীরা পুনরায় বাদির পরিবারকে যে কোন সময়  মারপিট খুন জখমসহ বড় ধরনের ক্ষতি করার হুমকী দিয়ে আসছে। তারা যে কোন সময় বাদির পরিবারকে পুনরায় মারপিট ও খুন জখমসহ ক্ষতি সাধণ করতে পারে মর্মে বাদি ও তার পরিবার আশংকা প্রকাশ করেছে।#