যশোরে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই

যশোর প্রতিনিধি: যশোর শহরের খড়কি রেল লাইনের পাশে ছিনতাইকারীরা অহিদুল ইসলাম (২৬) নামে এক ইজিবাইক চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে যশোর ২৫০ এর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

আহত ওহিদুল ইসলাম জানিয়েছেন, সন্ধ্যায় সদর উপজেলার বাউলিয়া বাজার থেকে ৪ জন ছিনতাই গাড়ি যাত্রীবেশে শহরের মনিহারে আসার উদ্দেশ্যে তার ইজিবাইকি উঠে। মনিহার প্রেক্ষাগৃহের সামনে এসে তারা চিত্রা্র মোড়ে আসার কথা বলে। চিত্রার মোড় হতে তারা খড়কি কবরস্থানে যাওয়ার কথা বলে। চালু ওহিদুল ইসলাম খড়কি রেললাইন পার হওয়ার পরই একজন ছিনতাই গাড়ি ইজিবাইক থেকে নামে এবং তার গলার কলার ধরে , অপর ছিনতাইকারী বাইকের চাবি নিয়ে নেয়। তখন ওহিদুল ইসলাম চিকিৎকার করলে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ী ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে লোকজন এসে তাকে উদ্ধার করার নয়টার দিকে হাসপাতালে ভর্তি করেন। আহত ওহিদুল ইসলাম যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।#