সুজলপুরে প্রতিপক্ষের হামলায় আহত এক,  বোমার বিস্ফোরণ ও মোটরসইকেল চুরি

যশোর প্রতিনিধি 
যশোর সদরের সুজলপুল গ্রামে বুধবার রাতে প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে বোমার বিস্ফোরণ ও ২টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সুজলপুরের মৃত অহেদ দফাদারের ছেলে শরীফের অভিযোগে জানা গেছে, তিনি মাটির ব্যবসা করেন। এ জন্য একই এলাকার গোলাপসহ একটি চক্র তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় মঙ্গলবার রাত ১০টার দিকে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তিনি এ সময় বাড়িতে না থাকায় প্রাণে রক্ষা পান। পরদিন বুধবার রাত ৯টার দিকে তিনিসহ তার কয়েকজন সঙ্গী সুজলপুর মোড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় গোলাপ, ইমরান, নচুয়া, বাবুসহ আরো কয়েকজন এসে তার ১টি মোটরসাইকেল এবং সঙ্গী ফরমানের ১টি মোটরসাইকেল ভাঙচুর করে। তারা সেখানে ২টি বোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়া ফরমানের ফুফাতোভাই জুম্মানকে হামলাকারীরা কুপিয়ে জখম করেন। ভয়ে শরীফ ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ফেলেই সেখান থেকে পালিয়ে যান। পরে হামলাকারীরা চলে গেলে এসে দেখতে পান, তারা ফরমানের মোটরসাইকেলও নিয়ে গেছে।
কোতয়ালি থানা পুলিশের এসআই বিমান তরফদার জানিয়েছেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। নিজেদের মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছেন। তিনি আরো বলেন, শরীফ পুলিশের কাছে অভিযোগ করেছেন, গোলাপ, ইমরান, নচুয়া ও বাবুসহ কয়েকজন হামলার সাথে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।