পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় এক বিএনপি নেতা মারা গেছেন। এ সময় ২০ পুলিশসহ উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন। শনিবার বিকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কমপক্ষে ৫০টি টিয়ারসেল নিক্ষেপ করে। বিএনপি নেতা পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে দল থেকে অভিযোগ করা হয়েছে। তবে গুলি করার কথা অস্বীকার করেছে পুলিশ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীরা শনিবার গণমিছিল বের করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে দলীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। বিএনপি নেতাকর্মীরাও ইট পাটকেল নিক্ষেপ করে।
এ ঘটনায় বোদা উপজেলার ময়দানদীঘি উইনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ আরেফিন (৫১)সহ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই আব্দুর রশিদ আরেফিন মারা যান বলে দায়িত্বশীল চিকিৎসক নিশ্চিত করেছেন। নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের পাথরাজ এলাকায়।
পুলিশ কোনো আটক বা গ্রেপ্তারের কথা স্বীকার করেনি। তবে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় কয়েকজন বিএনপি নেতাকর্মীকে পুলিশ ভ্যানে তুলতে দেখেছেন বিএনপি নেতাকর্মীরা।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিএনপি নেতা এড মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে পরিস্থিতি ঘোলা করেছে। পুলিশের রাবার বুলেট নিক্ষেপ এবং লাঠিচার্জে আমাদের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। বেশ কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে গেছে। একজন বিএনপি নেতা মারা যাওয়ার খবরও শুনতে পাচ্ছি।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, সারা দেশের মতো পঞ্চগড়েও গণমিছিল কর্মসূচি পালন করছিলেন তারা। কিন্তু পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়। এতে বোদা উপজেলার ময়দানদীঘি উইনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ আরেফিন মারা যান। বেশ কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে গেছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তৌফিক আহামেদ বলেন, আরেফিন নামে একজন রোগী হাসপাতালে আসার আগেই মারা গেছেন। তবে তিনি কীভাবে মারা গেছে তা এখনো নিশ্চত করে বলা যাচ্ছে না। পরীক্ষার পর বলা যাবে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান বলেন, আমরা কোনো গুলি করিনি। তাই গুলিতে মারা যাওয়ার প্রশ্নই উঠে না। কিভাবে কী হয়েছে এখনও জানা যায়নি। তারাই আমাদের উপর ইটপাটকেল ছুড়েছে। তারা মারমুখী হলে তাদের ছত্রভঙ্গ করতে আমরা ২০/২৫টি টিয়ারসেল ছুড়েছি। আমাদের প্রায় ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।।