যশোর অফিস: যশোরের বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি গেট থেকে ভারতীয় একটি কাঁচা মরিচ বোঝাই ট্রাক তল্লাশি করে পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ট্রাকের চালক ও হেলপারসহ দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর টহলদল বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় ভারতীয় ট্রাক (নম্বর- CG04PU5288) থেকে চালক গুরজীত সালুজা (৩১) এবং হেলপার রাম দাস নাওয়াদি (২৪)-কে আটক করা হয়। তারা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিতুল জেলার বাসিন্দা। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির আনুমানিক মূল্য এক লাখ তিন হাজার সাতশ বিশ টাকা।
আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে পিস্তল ও গুলিসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্র, স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডিসহ বিভিন্ন চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে আসছে। সীমান্তে বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।