যশোর অফিস
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে যশোরে। বেলা সাড়ে ১১টায় শহরের বকচর আইডিবিএস মিলনায়তনে এ সভায় আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ। কমিটির সহ সভাপতি জয়ন্ত বিশ্বাসের সভাপতিত্বে আসন্ন দুর্গাপূজা উদযাপন বিষয়ে বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক তপন কুন্ডুসহ ৮ উপজেলা কমিটির নের্তৃবৃন্দ।
বক্তারা বলেন,দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে অনেক মন্ডপে দুর্গাপূজার আয়োজন না করার খবর পাওয়া যাচ্ছে। ওইসব মন্ডপ কমিটির নের্তৃবৃন্দ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন।এমতাবস্থায় আইন শৃংঙ্কলা রক্ষাকারী বাহিনীর আশ্বাস না দিলে জেলায় পূজা মন্ডপের সংখ্যা কমতে পারে। জরুরী ভিত্তিতে সুষ্ঠুভাবে পূজার আয়োজনে নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য করণীয় বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি জানান বক্তারা।