যশোর প্রতিনিধি
দেশের খ্যাতিমান হৃদরোগ চিকিৎসক ডা. এমএ রশীদের নেতৃত্বে যশোরে হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম এগিয়ে চলেছে। শহরের এমকে রোডস্থ অস্থায়ী কার্যালয়ে কার্যক্রম শুরুর পর এবার অবকাঠামো নির্মাণে সরকারি খাস জমি বরাদ্দের চেষ্টা চলছে। এজন্য যশোর জেলা প্রশাসককে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। শহরতলীর মালঞ্চীতে থাকা সরকারের খাস জমি বরাদ্দ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। জেলা প্রশাসক এই চিঠি পাওয়ার পর ‘যশোর হার্ট ফাউন্ডেশন স্থাপন প্রকল্প’ বিষয়ে মতবিনিময় সভা করেছে। শুক্রবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে অমিত্রাক্ষরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়ে দ্রুত এটা বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, যশোরের পাশ্ববর্তী খুলনা ছাড়া হার্টের রিং স্থাপনের কোন হাসপাতাল নেই। যশোর থেকে খুলনা যেতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে। কিন্তু হার্টের গুরুতর সমস্যা দেখা দিলে মাত্র নব্বই মিনিটের মধ্যে রিং স্থাপন করতে হয়। অর্থাৎ খুলনায় যাওয়ারও অনেক সময় সুযোগ থাকে না। তাই যশোরে হার্ট ফাউন্ডেশন হলে ক্যাথ ল্যাব স্থাপন এবং উন্নত চিকিৎসার দ্বার উন্মোচন হবে।
জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. এমএ রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রুহুল আমিন, স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, রেলওয়ের অবসরপ্রাপ্ত মহাপরিচালক মো. শামসুজ্জামান, যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়েত, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুল সাদিক রাসেল, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আব্দুল লতিফ, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবীর, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, যশোর হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি চিন্ময় সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, কোষাধ্যক্ষ ও যশোর আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তুজা, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. তৌহিদুর রহমান, পিএসসির সাইক্লোজিস্ট (অবসরপ্রাপ্ত) রওশনারা জামান, ডা. আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, সিনিয়র শিক্ষক আহসান হাবিব পারভেজ, উলাশী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক আজিজুল হক মনি, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি আশিকুর রহমান, জেলা মটর পার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিনুর রহমান ঠান্ডু, ছাত্র প্রতিনিধি শোয়াইব হোসেন প্রমুখ।