যশোর বোর্ডে এইচএসসি বৃহস্পতিবারের  ৩টি বিষয়ে পরীক্ষায় অনুপস্থিত ৭শ’ ৩৭জন

বিশেষ প্রতিনিধি
বৃহস্পতিবার ১৭ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের অধীনে এইচএসসি পরীক্ষা পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয় ) ২য় (১৭৫), হিসাব বিজ্ঞান ২য় (২৫৪), যুক্তি বিদ্যা ২য় (১২২) অনুষ্ঠিত হয়েছে। ৩টি বিষয়ে পরীক্ষায় ৪১ হাজার ১শ’ ৩৬জন পরীক্ষার্থীর মধ্যে  ২শ’ ২৮ টি কেন্দ্রে ৪০ হাজার ৩শ’ ৯৯ জন অংশ গ্রহন করেন। অনুপস্থিত হন ৭শ’ ৩৭ জন। এ তথ্য নিশ্চিত করেছেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর  মাধব চন্দ্র রুদ্র।#