যশোরে র‌্যাবের হাতে গুলি ও বোমাসহ আটক-৪

বিশেষ প্রতিনিধি
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল বুধবার ১৬ নভেম্বর বিকেলে সদর উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড শেখহাটি (কালিতলা) জনৈক তৌহিদুর রহমান জুয়েল এর আমবাগানে চিহ্নিত সন্ত্রাসীদের ফেলে যাওয়া দুই রাউন্ড গুলি ও ২টি ককটেল বোমা উদ্ধার করে। এ ঘটনায়  পলাতক আসামীর বিরুদ্ধে বিষ্ফোরণ দ্রব্য আইনে মামলা করা হয়েছে।
কোতয়ালি  মডেল থানায়  পালিয়া যাওয়া ২ রাউন্ড গুলি ও ২টি হাত বোমা উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে । আসামী করা হয়েছে, যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর (চান্দের মোঢ় এলাকার মৃত আনছার আলীর ছেলে মোমেল. একই এলাকার সোহরাবের ছেলে মৃতআনছার আলীর ছেলে শিহাব,সদর  উপলেজা তমাল তলা স্কুল মাঠের আবুল হোসেনে ছেলে বক্কর ও সদর উপজেলার বাবলাতলা  (বজন্দারপাড়া ) কালাম স্বর্ণাকারের ছেলে সুমনমসহ আরো অজ্ঞাতনামা ৪ /৫ জন।
মামলায় র‌্যাবের এসআই শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বুধবার ১৬ নভেম্বর বিকেল ৩ টার পর শেখহাটি  (কালিতলা) নামকস্থানে জনৈক তৌহিদুুর রহমান জুয়েল এর আমবাগানে কতিপয়সন্ত্রাসী হাতা বোমা সাদৃশ ককটেলসহ নাশকতা সৃষ্টি করা জন্য অবস্থান করে ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে। বিকেল সাড়ে ৩ টায় ঘটনাস্থলে উপস্থিতি হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে উক্ত পলাতক আসামীরা দৌড়ে পালিয়েছে। এর আগে উক্ত সন্ত্রাসীরা আমবাগানের মালিক তৌহিদুর রহমান জুয়েল (৩২) সহ আরো ৬/৭ জন  ব্যক্তিদের জখম করে তাদের সাথে থাকা অস্ত্র-গুলি ও হাত বোমা সাদৃশ্য ককটেল বোমা নিয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় পলাতক আসামীদের ফেলে যাওয়া দুই রাউন্ড গুলি, ২টি ককটেল হাত বোমা সাদৃশ এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় বুধবার দিবাগত গভীর পলাতক ৪ জনের নামে মামলা করেন। গ্রেফতারকৃতদের আটকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছ।#