কুষ্টিয়ায় সাংবাদিক সম্রাটের উপর হামলাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় আবারও সাংবাদিককে অপহরণ এবং ঘরে আটকিয়ে বেধড়ক মারপিটের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টায় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিতিতে সাংবাদিক সম্রাটের অপহরণ ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার দাবীতে কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল ও কুষ্টিয়া টু ঝিনাইদহ মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজ্বী রাশেদুল ইসলাম বিপ্লব, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা, ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মৃধা পলাশ সহ কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত মঙ্গলবার আনুমানিক সকাল ৯ টার সময় কুষ্টিয়ার জগতির বিআইডিসি বাজার হতে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্য, দৈনিক আরশীনগর পত্রিকার ষ্টাফ রিপোর্টার সম্রাট পেশাগত দায়িত্ব পালনের জন্য যায়। এসময় সুগারমিল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও প্রতারক নাসির মন্ডল, পিতা নুরুজ্জামান ও মিতুল মন্ডল, পিতা নাসির মন্ডল সহ সন্ত্রাসী বাহিনী অপহরণ
করে নাসিরের বাড়িতে নিয়ে যায়। সেখানে ঘরে আটকে রেখে দেশীয় অস্ত্রের আঘাতে বেধড়ক মারপিট করে সাংবাদিক সম্রাটকে।

এলাকাবাসী বিষয়টি কুষ্টিয়া মডেল থানা ও জগতি পুলিশ ক্যাম্পকে জানালে জগতি পুলিশ ক্যাম্পের এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে নাসিরের বাড়িতে অভিযান চালিয়ে সাংবাদিক সম্রাটকে জিম্মিদশা থেকে উদ্ধার করে। স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার চিকিৎসা চলছে। সাংবাদিক সম্রাট প্রতারক চক্রের প্রধান নাসির মন্ডলের নামে সংবাদ প্রকাশ করলে তার উপর ক্ষিপ্ত হয়ে অপহরণ করে।

হাসপাতালের বেডে চিকিৎসারত সাংবাদিক সম্রাট জানান, আমার শরীরের বিভিন্ন জায়গায় নাসির মন্ডল ও তার ছেলে মিতুল মন্ডল ব্যাপক মারপিট করে। আমি দাঁড়াতে পারছি না এমনকি বসতেও পারছিনা। আমাকে ধারালো অস্ত্র দেখিয়ে নাসির বলে, তোকে জবাই করে গড়াই নদীতে ভাসিয়ে দিবো। দেখি তোর কোন বাপ ঠেকায়? এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার একটি এজাহার দাখিল করা হয়েছে।

বিষয়টি জানাজানি হলে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি সহ সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সম্রাটের অপহরণ ও হামলাকারীকে অবিলম্বে গ্রেফতার করে আইনের
আওতায় আনার জোর দাবি জানান।