যশোর বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৮ মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আটক ও জরিমানা

যশোর প্রতিনিধি
গত সোমবার দিন ব্যাপী যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসা ও মাদক সেবনের দায়ে ৮ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে। আটককৃতরা মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা হচ্ছে বেনাপোল কবরস্থান এলাকার শামীম মন্ডল (৩৩) ঘোষ পাড়ার শাহীনুল ইসলাম শাহীন শেখ (৩২), বেনাপোল কলেজ মোড় এলাকার আব্দুর রহিম (৪৫), ভবেরবেড় পশ্চিমপাড়া এলাকার জাহাঙ্গীর হাওলাদার (৬০)বারোপোতা কদমতলা এলাকার আলম (৪০), আচড়া মাঠপাড়া এলাকার আব্দুস শুকুর (৪০) ভাবেরবেড় পশ্চিম পাড়া এলাকার মাসুদ (৩০), ও বেনাপোল পাটবাড়ি এলাকার আব্দুল আলীম (৫৫)‌।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। আটক আট মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিভিন্ন মেয়াদে দন্ডিত করেছে ভ্রাম্যমান মোবাইল কোর্ট।#