ঘুষ না পেয়ে ক্রস ফায়ারের ভয় দেখানোয় বিজিবি সদস্যের বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি: দেড় মাস আগে মোটরসাইকেল আটকে রেখে ৩০ হাজার টাকা ঘুষ দাবিতে ক্রস ফায়ারের ভয় দেখানোর অভিযোগে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্য নায়েক রায়হানের যশোর আদালতে মামলা হয়েছে। গতকাল রোববার বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের বাসিন্দা বর্তমানে বড় আঁচড়া লিটন নামে এক প্রাইভেটকার চালক যশোর আদালতে এই মামলা করেছেন।

অভিযুক্ত নায়েক রায়হান ৪৯ /ডি কোম্পানি বেনাপোল বিজিবি ক্যাম্পের সদস্য।
বাদী লিটন মামলায় বলেছেন, তিনি একজন প্রাইভেটকার চালক। গত ২৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে এলাকার শিকড়ী মালিপোতা গ্রামের বাসিন্দা গ্যারেজ মিস্ত্রি মোস্তাকিমকে বাড়িতে পৌছে দেয়ার জন্য লিটনের নিজস্ব অ্যাপাচি মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথিমধ্যে শিকড়ীবটতলা নামক স্থানে পৌছানো মাত্র বিজিবি সদস্য নায়েক রায়হান একটি তল্লাশি চেকপোস্ট বসিয়ে তাদের মোটরসাইকেলটি গতিরোধ করেন। এসময় লিটনের কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড, একটি মোবাইল ফোনসেট এবং লিটনের মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়। কিছুক্ষণ পরে গ্যারেজ মিস্ত্রি মোস্কাকিনকে ছেড়ে দিলেও লিটনকে আটকে রাখা হয়। এরইমধ্যে নায়েক রায়হান সেখানে আরো বিভিন্ন ধরণের গাড়ি তল্লাশি করে। আবার কিছু সময় পরে লিটন তার মোটরসাইকেলসহ চলে যেতে চাইলে তার মোবাইল ফোন দুইটিও না দিয়ে ছেড়ে দেয়। কিন্তু লিটন তার মোটরসাইকেলটি ফেরৎ চাইলে নায়েক রায়হান বলেন ,তোমার গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করে পরে ফেরৎ দেয়া হবে। এরপর নায়েক রায়হানের বলামতে ৩ অক্টোবর সেখানে যান লিটন। সেদিনে শুধু মোবাইল দুইটি ফেরৎ দিলেও মোটরসাইকেলটি রেখে দেয়া হয়। কিন্তু ১৫ দিন পর আবার দেখা করতে বলে লিটনকে। ওই তার কাছে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করে নায়েক রায়হান। টাকা দিতে অস্বীকার করায় লিটনকে সোনার বার, অস্ত্র অথবা মাদক দিয়ে মামলা দেয়ার ভয় দেখান রায়হান। এক সপ্তাহ পরে আবারও গেলে মোটরসাইকেলটি কাস্টমসে জমা দেয়ার কথা জানায় রায়হান। সব শেষে এই ঘটনায় গতকাল রোববার লিটন এই ব্যাপারে আদালতে মামলা করেন। বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশ যশোরকে আদেশ দিয়েছেন।
তবে এই ব্যাপারে অভিযুক্ত নায়েক রায়হান বলেছেন, ২৯ সেপ্টেম্বর রাতে লিটন ইয়াবা নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিল। ধাওয়া করলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। তবে ওই সময় তার মোটরসাইকেল থেকে ২০টির উপরে ইয়াবা উদ্ধার করা হয়েছে।