যশোর অফিস
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় প্রেসক্লাব যশোরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে বিদ্রোহী সাহিত্য পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আছাদুজ্জামান।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন শিক্ষাবিদ প্রফেসর ড.মো.মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ (অব.) যশোর সরকারি শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ; যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু; গবেষক মোফাজ্জেল হোসেন, সহযোগী অধ্যাপক যশোর সরকারি মহিলা কলেজ; শহিদুল ইসলাম, অ্যাসিটেন্ট জেনারেল ম্যানেজার, যশোর শাখা; কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম; দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান তৌহিদ জামান এবং বিদ্রোহী সাহিত্য পরিষদের জীবন সদস্য আলমগীর কাইয়ুম।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সংবর্ধনা কৃতী শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে এবং তাদের শিক্ষা ও সামাজিক অগ্রযাত্রায় উৎসাহ যোগাবে।