যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

Share

যশোর অফিস 
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৯ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর টহলদল পাঁচপীরতলা, ঘিবা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে অংশ নেয়। এ সময় বিদেশী মদ, ফেন্সিডিল, গাঁজা ও থ্রি-পিচ জব্দ করা হয়। আটককৃত মাদক ও মালামালের বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান দমনে বিশেষ পরিকল্পনা অনুযায়ী বিজিবি সীমান্ত এলাকায় গোপনীয় গোয়েন্দা তৎপরতা ও অভিযানের কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বিজিবি’র নিয়মিত অভিযানে মাদক ও চোরাচালানী মালামাল আটক সম্ভব হচ্ছে।
তিনি আরো জানান, সীমান্তে মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Read more