যশোর সদরের আরবপুর ইউনিয়নের উপনির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

যশোর অফিস
আগামী ২ নভেম্বর যশোর সদর উপজেলা আরবপুর ইউনিয়নে উপনির্বাচন উপলক্ষে গতকাল সকালের উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে যশোর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
 সভায় সদর উপজেলা নির্বাচন অফিসার বাদল চন্দ্র অধিকারী,কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।  নির্বাচনে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের ৪ টি স্ট্রাইকিং ফোর্স, ৫ টি মোবাইল টিম, ৪টি চেকপোস্ট, বিজিবি’র ১ প্লাটুন সদস্য, র‍্যাবের ২ টি মোবাইল টিম নিয়োজিত রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া ১৬ টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ১০ জন পুলিশ ও ৬ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে বলে জানা যায়।