যশোর অফিস
যশোরের শার্শা উপজেলায় খাদ্যবান্ধব ও ভার্নারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লুবি) কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় অসহায়, দুস্থ ও নিম্নবিত্ত জনগোষ্ঠী এ সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়লেও, সুবিধা পাচ্ছেন সচ্ছল ও মধ্যবিত্ত পরিবারের লোকজন।
অভিযোগ রয়েছে, একই পরিবারের একাধিক সদস্যকে কার্ড দেওয়া হয়েছে এবং অনেকের কাছ থেকে ৪-৫ হাজার টাকা ঘুষ নিয়েই কার্ড বিতরণ করা হয়েছে। কায়বা, বাগআঁচড়া ও উলাশী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালীদের স্বজনপ্রীতি ও অবৈধ লেনদেনের কারণে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হয়েছেন। উলাশী ইউনিয়নের ২নং ওয়ার্ডে একই পরিবারের সদস্যদের নামে দুটি কার্ড ইস্যুর প্রমাণ মিলেছে। একইভাবে বাগআঁচড়া ইউনিয়নের এক ব্যক্তির নামেও দুটি কার্ড দেওয়া হয়েছে।
কায়বা ইউনিয়নের দরিদ্র নারীদের কাছ থেকে টাকা নিয়ে ভিডাব্লুবি কার্ড দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অনেক সচ্ছল ও প্রভাবশালী ব্যক্তির নামেও কার্ড বিতরণের প্রমাণ রয়েছে। ভুক্তভোগীরা জানান, দুর্নীতির অভিযোগ প্রকাশ করলে তাদের কার্ড বাতিল করে দেওয়া হবে—এমন হুমকিও দেওয়া হয়েছে।
শার্শা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ববি জানান, উপজেলায় মোট ২,৭৬০টি ভিডাব্লুবি কার্ড বিতরণ করা হয়েছে। অনিয়মের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. রবিউল ইসলাম বলেন, স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণে কার্ড বিতরণ হওয়ায় অনেক অসহায় মানুষ বঞ্চিত হয়েছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও বিঘ্নিত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান জানান, কার্ড বিতরণে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।