যশোরে যুবককে গতিরোধ করে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগে রাব্বি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
শহরের বেজপাড়া তালতলার মোড় বিল্লালের চায়ের দোকানের সামনে মোটর সাইকেলের গতিরোধ করে পূর্ব শত্রুতার কারনে মহিবুল হাসান ইমন (৩০)কে ছুরিকাঘাত করে ও পকেট হতে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলার এজাহার নামীয় আসামী আশরাফুল ইসলাম ওরফে রাব্বি ওরফে মাছ রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ। সে শহরের বেজপাড়া তালতলার মোড়ের ইমান আলীর ছেলে। গতকাল সোমবার বিকেল সোয়া ৩ টায় মামলার তদন্তকারী কর্মকর্তা  রাব্বিকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে। গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় বেজপাড়া তালতলার মোড় বিল্লালের চায়ের দোকানের সামনে  ইমনের মোটর সাইকেল গতিরোধ করে মারপিট করে ও ছুরিকাঘাতসহ পকেটে থাকা নগদ ২০ হাজার ৫শ’ ৫০ টাকা কেড়ে নেয়। এ ঘটনায় মহিবুল হাসান ইমনের বোন ইভা বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় দু’জনের নাম উল্লেখ করে মামলা করেন। থানা পুলিশ জানায়  আশরাফুল ইসলাম রাব্বির বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় ইতিপূর্বে দু’টি মামলা রয়েছে।