বিশেষ প্রতিনিধি
প্রকাশ্যে কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে অপহরনের তিন দিনের মধ্যে পুলিশ উদ্ধার করেছে। এসময় অপহরণকারী গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে। সে বগুড়া জেলার শেরপুর উপজেলার সাধুবাড়ী গ্রামের নাজির প্রামানিকের ছেলে। বুধবার গভীর রাতে কোতয়ালি মডেল থানায় মামলাটি করেছেন, সাতক্ষীরা জেলার তালা উপজেলার যুগীপুকুরিয়া শাকদহ গ্রামে বর্তমানে যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া কাঠালতলার আব্দুস সামাদের স্ত্রী লাকীমা (৩৭)।
মামলায় লাকীমা উল্লেখ করেন, বাদি ও তার স্বামী কাঠালতলায় চাকুরী করেন। বাদির মেয়ে মোছাঃ রিনা পারভীন উপশহর মহিলা কলেজে ২য় বর্ষের ছাত্রী। বাদির মেয়ে বাড়ি হতে প্রতিদিন কলেজে যাওয়া আসা করতো। সেই সুবাদে গত অনুমান ছয় মাস পূর্বে বাদির মেয়ের সাথে গোলাম মোস্তফার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। ফেসবুকে পরিচয়ের সুবাদে বাদির মেয়ের সাথে গোলাম মোস্তফা প্রায় সময় মোবাইল ফোনে কথা বার্তা হতো। কথা বার্তার এক পর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৫ সেপ্টেম্বর সকাল ৮ টায় বাদির মেয়ে নিজ বাড়ি হতে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে রওয়ানা করে উক্ত কলেজে যায় এবং কলেজ শেষে বাড়িতে আসার পথিমধ্যে দুপুর ২ টায় শহরের মনিহার মোড়স্থ বাস কাউন্টারের সামনে পৌছালে পূর্ব হতে ওৎপেতে থাকা গোলাম মোস্তফা বাদির নাবালিকা মেয়ে রিনা পারভীনকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দিয়ে জোর পূর্বক অপহরণ করে যশোর টু বগুড়া গামী টিআরটিএ পরিবহন যোগে যশোর বাস কাউন্টার হতে বগুড়ার উদ্দেশ্যে নিয়ে যায়। পরবর্তীতে মোছাঃ রিনা পারভীন কলেজ শেষে বাড়িতে না আসায় ওই দিন বিকেল ৩ টায় রিনা পারভীনের মোবাইল ফোনে বাদি ফোন করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে না পেয়ে ওই দিন দিবাগত রাতে কোতয়ালি মডেল থানায় সাধারণ ডাইরী করেন। যার নং ১৪২১,তারিখ ২৫/০৯/২২ইং। পরবর্তীতে কোতয়ালি মডেল থানা পুলিশ মোছাঃ রিনা পারভীনের সন্ধান পান যে তিনি বগুড়া জেলার শেরপুর থানার সাধুবাড়ী এলাকায় অবস্থান করছে। তখন কোতয়ালি মডেল থানার সহায়তায় বাদি তার নিকট আত্মীয়স্বজনকে নিয়ে বাদির মেয়েকে উদ্ধারের জন্য বগুড়া জেলার ওই থানা পুলিশের সহায়তায় ২৭ সেপ্টেম্বর গভীর রাত পৌনে ৪ টায় সাধুবাড়ী গ্রামের গোলাম মোস্তফার বাড়িতে উপস্থিত হলে বাদির মেয়েকে দেখতে পেলে বাদির মেয়ে কান্নাকাটি করতে থাকে। তখন বাদি থানা পুলিশ বাদির মেয়ের কাছ থেকে জেনে শুনে আসামী গোলাম মোস্তফাকে গ্রেফতার করে। পরে তাকে থানা আনে। বুধবার দুপুরে গোলাম মোস্তফাকে আদালতে সোর্পদ করে। কলেজ পড়–য়া শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি সম্পন্ন করেছে পুলিশ।#