সাতক্ষীরার বিকাশ প্রতারক চক্রের সদস্য যশোর ডিবি পুলিশের হাতে আটক

যশোর প্রতিনিধি
যশোরে বিকাশ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। আটক সোহাগ আহম্মেদ সাতক্ষীরা জেলার সদর উপজেলার কুশডাঙ্গা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। রোববার দুপুরে ১ নং আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে ১৮ হাজার টাকা, একটি মোবাইল ফোন ‍ উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম রোববার দুপুরে দেখতে পায় ওই এলাকায় সোহাগ ঘুরাঘুরি করতে থাকে । এতে পুলিশের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অসামঞ্জস্যপূর্ন বক্তব্য দেন। তার মোবাইল ফোন চেকিং করে দেখতে পান সোহাগ জিনিয়া আফরিন মিম নামের একটি ফেসবুক আইডি ব্যবহার করে নিজেকে গ্রামীন ফোনে চাকরি করে পরিচয় দিয়ে নানা ধরনের প্রতারনা করে আসছে। বিশেষ করে সারাদেশে ভিআইপি ফোন নাম্বার(০১৭১১) সিরিয়ালের নাম্বারের সিম বিক্রির জন্য বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেন। পরে তার স্বিকারোক্তিতে ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করে এসআই মফিজুল ইসলাম। সোমবার আদালতে সোপর্দ করা হলে সোহাগ এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।#