যশোর প্রতিনিধি
যশোর কেন্দ্রীয় কারাগারে আবদুল জব্বার (৪০) নামে এক ফাঁসির আসামিকে লোহার বস্তু দিয়ে জখম করেছে অপর ফাঁসির আসামি। আহতকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মেহেরপুর জেলার গাংনি উপজেলার আবদুর রহমানের ছেলে। গত ৫ বছর ধরে তিনি যশোর কারাগারে রয়েছেন। তার কয়েদী নম্বর ১৩১৮/এ।
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী জানান, বুধবার বিকালে কথাকাটাকাটির এক পর্যায়ে পলাশ নামে এক ফাঁসির আসামি আবদুল জব্বারকে খাবার প্লেট দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ জানান, কারাগার থেকে একজনকে ভর্তি করা হয়েছে। তার মাথায় লোহার বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তার মাথায় ২৫টি সেলাই দেয়া হয়েছে। হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক নূর কুতুবুল আলম জানান, মাথার আঘাত গুরুতর। ২৪ ঘণ্টা পার না হলে কি অবস্থা বলা যাচ্ছেনা।
কারাগার সূত্রে জানা গেছে, গাঁজা সেবনকে কেন্দ্র করে দুই ফাঁসির আসামির মধ্যে গোলযোগ হয়েছে। কারাগারের সুবেদার, সিআইডি, জমাদ্দারের সহযোগিতায় টাকা দিলে সেখানে পাওয়া যায় মাদকদ্রব্য।