রাজশাহী প্রতিনিধি: চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে (২৪) ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজশাহীর পুঠিয়ার পৌর মেয়র আল মামুন খান।
বুধবার সকালে বরগুনা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী ঢাকাটাইমসকেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল বারী বলেন, ‘সোর্সের মাধ্যমে মেয়রের অবস্থান নিশ্চিত হয়ে আজ বুধবার সকালে বরগুনা সদর থানা পুলিশের সহযোগিতায় বরগুনা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে পুঠিয়ায় নিয়ে আসা হয়েছে।
এর আগে গত ৪ সেপ্টেম্বর রাতে মেয়রের বিরুদ্ধে মামলা করেন ওই নারী।
নির্যাতিত নারীর অভিযোগে জানা যায়, এক বছর আগে পৌরসভায় একটি চাকরির জন্য মেয়রের কাছে গিয়েছিলেন তিনি। এর পর নানা প্রলোভনে বিভিন্ন সময়ে ধর্ষণ করেন মেয়র মামুন। নির্যাতিত নারী এ অনৈতিক কাজে আর রাজি না হলে তিনি বিয়ের প্রলোভন দিয়ে আবারো কয়েকবার ধর্ষণ করেন।
ভুক্তভোগী ওই নারী আরও জানান, সম্প্রতি মেয়র তাকে চাকরি কিংবা বিয়ে করবে না বলে জানিয়ে দেন। এর প্রতিবাদ করলে সন্ত্রাসী বাহিনী দিয়ে তিনি নারীকে প্রাণনাশের হুমকি দেন।
এর আগে গত বছরের প্রথম দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলা হাসপাতালের এক সেবিকাকেও বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলা হয়েছিল এ মেয়রের বিরুদ্ধে।