যশোর প্রতিনিধি
যশোর ঝিকরগাছা পৌরসভার সার্ভেয়ার ও নকশাকার মিজানুর রহমানের (৪৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে বিএম হাই স্কুল সংলগ্ন বাসাবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মিজানুর রহমানের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাগেরহাট গ্রামে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের স্ত্রী লাভলী খাতুন জানান, ফজরের নামাজ পড়ে পাশের ঘরে ঘুমাতে যান মিজানুর। এরপর দুই শিশুকন্যা তার বাবাকে ডাকলে কোনো সাড়াশব্দ না থাকায় বারান্দার জানালা দিয়ে উঁকি দেন লাভলী। এ সময় স্বামীর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দরজা ভেঙে ঝুলান্ত লাশ উদ্ধার করে। নিহত মিজানুর মানসিক রোগে ভুগছিলেন বলে জানান তিনি।