গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ শহরের গেটপাড়া খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাবিল খন্দকার আরমান (১২) ও হৃদয় মীর (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে জেলা শহরের গেটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, তিন বন্ধু গেটপাড়া খালে গোসল করতে নামে। এর মধ্যে সাঁতার না জানায় আরমান ও হৃদয় পানিতে ডুবে যায়। এ সময় তাদের অপর বন্ধু আপনও (১১) পানিতে ডুবে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে আসে এবং আপনকে উদ্ধার করে।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরমান ও হৃদয়কে মৃত ঘোষণা করেন। অসুস্থ আপনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতরা নাবিল খন্দকার আরমান (১২) গোপালগঞ্জ শহরের গেটপাড়ার বাসিন্দা সেলিম খন্দকারের ছেলে ও হৃদয় মীর (১২) একই এলাকার মফিজুর রহমান মীরের ছেলে। তারা শহরের রংধনু স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী।