বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলা ডেমা বড় বাশবাড়ীয়া গ্রামের একজন কিশোরী কে মুখ বেধে তুলে এনে গণধর্ষণ করা হয়েছে। রবিবার গভীর রাতে এ ঘটনার পর ওই কিশোরীকে (২২) বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী ও তার স্বজনরা জানায়, ওই কিশোরী বড়বাশবাড়ীয়া এলাকায় তার নানী ও খালাদের সাথে বসবাস করে।
রবিবার রাত ১১টার দিকে ঘরের বাহিরে আসলে একই এলাকার সাইফুল ইসলাম ওরফে টোটা (২৫), রাব্বি হাওলাদার (২২), জাহিদুল ইসলাম (৩৫), সজিব হাওলাদার (২৩) ও রিয়াজ (২৪) তাকে মুখে গামছা বেধে জোরপূর্বক তুলে পাশ্ববর্তী একটি বাগানে নিয়ে যায়। এখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। রাতেই ওই নারীর খালু মাছ শিকারে বাইরে আসলে বাগানে লোকজন দেখতে পেয়ে টর্চ-লাইট মারলে ধর্ষণকারীরা ওই নারীকে ফেলে রেখে পালিয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে রাতেই স্থানীয় ইউপি মেম্বার রিপনের সহযোগিতার তাকে বাগেরহাট সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।
এ বিষয়ে স্থানীয় ডেমা ইউপি চেয়ারম্যান মনি মল্লিক বলেন, ওই কিশোরীকে নিয়ে এলাকায় সমস্যা রয়েছে। তবে ধর্ষণের ঘটনা দুঃখজনক। ধর্ষণের ঘটনায় থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ নিয়ে আসে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।