গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে পাঁচ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ট্রেনের ধাক্কায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার কাগদী রেলগেট এলাকায় ঢালাই মেশিনবাহী ভটভটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
নিহতদের বাড়ি উপজেলার পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তারা হলেন, পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুজয় মৃধা (৩৫), নীরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), মহের বিশ্বাসের ছেলে হীরামন বিশ্বাস (৪৫) এবং পারুলিয়া গ্রামের মালেক সিকদারের ছেলে রাজ্জাক সিকদার (৪০)। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও তিনজন ভর্তি রয়েছেন। তারা সবাই নির্মাণকাজ করে বাড়িতে ফিরছিলেন বলে জানা গেছে।
কাশিয়ানী থানার ওসি সওগাতুল আলম পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।