যশোর প্রতিনিধি: গত প্রায় চার মাস আগে শহরের মুজিব সড়কস্থ প্রেসক্লাব যশোরের সামনে থেকে চুরি হওয়া ইজি বাইকটি ডিবি পুলিশ উদ্ধার করেছে। একই সাথে চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে চৌগাছা উপজেলার রামভদ্রপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২১) ও শার্শা উপজেলার কাশিপুর গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে শামিম মন্ডল ওরফে কালু (২২)। বুধবার ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার ও ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সুভেন্দু কুমার মুন্সি উদ্ধার করা ইজিবাইকটির চাবি বুধবার সকালে প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনের কাছে হস্তান্তর করেন।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, মঙ্গলবার (১৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর ও ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ইজিবাইক চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়। পরে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ি চুরি হওয়া ইজিবাইক, বাইকের ৫ টি ব্যাটারি ও বিভিন্ন খোলা পার্টস উদ্ধার করা হয়। ওসি রুপন কুমার সরকারের নেতৃত্বে উদ্ধার অভিযানে অংশ নেয় ডিবি পুলিশের এস আই শামিম হোসেন ও সাদ্দাম হোসেনের একটি চৌকশ টিম। গত ৭ এপ্রিল প্রেসক্লাব যশোরের সামনে থেকে ক্লাবের কেয়ারটেকার আব্দুর রহমানের ইজিবাইকটি চুরি হয়ে যায়। এ ঘটনায় রহমান কোতয়ালি থানায় মামলা করে। মামলায় আসামি অজ্ঞাত দেখানো হয়। পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও ইজিবাইক উদ্ধারের জন্য মামলার তদন্তভার ডিপি পুলিশের কাছে হস্তান্তর করেন।