কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়া মনিরুজ্জামান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ জুলাই) রাতে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, “চেক ডিজঅনারের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসেছে। আগে থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে গ্রেপ্তার করি।”
গত বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রামের ৪নং শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের ওপর তার নিজ এলাকায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে বহনকারী প্রাইভেট কারটিও ভাঙচুর করা হয়। তাকেসহ গাড়ির চালককে পিটিয়ে আহত করা হয়। এরপর শাহাজালালের ফেসবুক আইডি থেকে মনিরুজ্জামান জুয়েলের হাতে অত্যাধুনিক একটি আগ্নেয়াস্ত্রের ছবি ভাইরাল হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে চৌদ্দগ্রাম থানা পুলিশ অস্ত্রটি থানায় জমা নেয়।