যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু

যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে জামিলা খাতুন (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা গ্রামের অহিদুল ইসলামের মেয়ে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার ফুলসারা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জামিলার পিতা জানান, শুক্রবার সকালে নিজেদের ঘর পরিষ্কার করার সময় অসাবধানতাবশত সিলিং ফ্যানের তারে হাত লেগে শটসার্কিটে সে আহত হয়।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতলে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২ টায় মৃত্যু ঘোষণা করেন।
কোতোয়ালি থানার উপ-পরীদর্শক (এস আই) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ সতকারের জন্য বিনা ময়নাতদন্তে দেয়া হয়েছে।