নিজস্ব প্রতিবেদক: পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) পরিচয় দিয়ে মহাসড়কে যানবাহন তল্লাশি করে টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তির নাম মো. রুবেল আহমেদ।
বুধবার সকালে র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) মুশফিকুর রহমান তুষার এ তথ্য নিশ্চিত করেন।
আটক ব্যক্তির বরাত দিয়ে র্যাব কর্মকর্তা মুশফিকুর রহমান তুষার বলেন, ‘রুবেল এর আগেও বিভিন্ন সময়ে নিজেকে টিআই অথবা সার্জেন্ট পরিচয় দিয়ে মহাসড়কে গাড়ি থামিয়ে গাড়ি চেক করার নামে ভয়-ভীতি দেখিয়ে চালকদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। সোমবার বিকালে তিনি কাঞ্চন-কুড়িল বিশ্বরোড রুটে বিভিন্ন গাড়ি থামিয়ে চালকদের কাছ থেকে টাকা আদায় করেন- এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
জানা যায়, গত সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে র্যাব-১ এর একটি দল জানতে পারে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কের ছয় নম্বর ব্রিজ (ভূঁইয়াবাড়ি ব্রিজ) এলাকায় অজ্ঞাতনামা একজন ব্যক্তি নিজেকে টিআই দাবি করে রাস্তায় চলাচলরত বিভিন্ন যানবাহন থামিয়ে কাগজপত্র চেক করছেন। তিনি ওই যানবাহনগুলোর চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছেন- এমন খবর পেয়ে র্যাবের দলটি অভিযান চালিয়ে রুবেল আহমেদকে আটক করে।
রুবেলের কাছ থেকে পুলিশের মনোগ্রামযুক্ত একটি নেভি ব্লু ক্যাপ, একটি লেজার লাইট, একটি মোটরসাইকেল, একটি ভিসা কার্ড, একটি লোহার রড, তিনটি মোবাইল ফোন এবং ২০ হাজার ১৪০ টাকা জব্দ করা হয়।
আটক রুবেল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পিকা (বাগানবাড়ি) গ্রামের মৃত আব্দুল হালিম আহমেদের ছেলে। তিনি পরিবারের সঙ্গে রূপগঞ্জের কুশাব তেঁতুলতলা গ্রামের পাকা মসজিদের সামনে জনৈক রকিবের বাড়িতে ভাড়া থাকতেন।