ক্রিয়া প্রতিবাদ যশোর: যশোরে মঙ্গলবার শেষ হয়েছে দু’দিনব্যাপি বক্সিং টুর্নামেন্ট। চ্যাম্পিায়ন হয়েছে শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ ও রানার্স আপ হয় মোমিন নগর প্রীতি পরিষদ। যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত এ টুর্নামেন্ট অংশ নেয় ১০ টি দল। শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ ৫ টি স্বর্ণ ও ২ টি সিলভার পদক পায়। মোমিন নগর প্রীতি পরিষদ ৩ টি স্বর্ণ, ২ টি সিলভার ও একটি ব্রোঞ্জ পদক পায়। এছাড়া শেখ রাসেল ক্রীড়া চক্র একটি স্বর্ণ ও একটি সিলভার, যশোর ইন্সটিটিটিউট একটি স্বর্ণ এবং ওস্তাদ রবিউল হোসেন বক্সিং ক্লাব একটি স্বর্ণ পদক পায়। খেলা শেষে পুরস্কার বিতরন করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। সভাপতিত্ব করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার বক্সিং বিল্ডিং ও ভারউত্তোলন পরিষদের সভাপতি মোহিত কুমার নাথ। স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা ক্রীড়া সংস্থার বক্সিং বিল্ডিং ও ভারউত্তোলন পরিষদের সম্পাদক ফজলুর রহমান।